যুক্তফ্রন্ট সরকার ও ১৯৫৪ সালের পূর্ববাংলার প্রাদেশিক নির্বাচন- General knowledge for competitive exam.
যুক্তফ্রন্ট সরকার ও ১৯৫৪ সালের পূর্ববাংলার প্রাদেশিক নির্বাচন ।
১৯৫৩ সালের ৪ঠা ডিসেম্বর শেরে বাংলা এ. কে. ফজলুল হকের নেতৃত্বে যুক্তফ্রন্ট সরকার গঠন করা হয়। মোট চারটি দল নিয়ে যুক্তফ্রন্ট সরকার গঠিত হয়; ১। আওয়ামী মুসলিম লীগ (খান ভাসানী) ২। কৃষক শ্রমিক পার্টি (ফজলুল হক) ৩। নেজাম-এ-ইসলাম ৪। বামপন্থী গণতন্ত্রী দল। যুক্তফ্রন্টে ২১ দফাভিত্তিক নির্বাচনী ইশতেহার ঘোষণা করে, যার প্রথম দাবি ছিল "মাতৃ ভাষা বাংলা চায়"। ১৯৫৪ সালের পূর্ববাংলার প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট ২৩৭ টি আসনের মধ্যে ২২৩ টি আসনে জয় লাভ করে এবং ৩রা জুলাই ১৯৫৪ সালে মন্ত্রীসভা গঠন করে। ১৯৫৪ সালের এই নির্বাচনে পূর্ববাংলার আইন পরিষদে মোট ৩০৯ টি আসন ছিল যার মধ্যে ৯ টি ছিল মহিলা আসন।

Comments
Post a Comment